পৃথিবীর চোখে
পৃথিবীর চোখ দিয়ে
দেখি আমি সকাল সাজে
কবিতা লেখার সাথে
এই দুনিয়ায় অন্তরালে।
পৃথিবীর চোখে দেখেছি আমি
এই পৃথিবীর বেদনাকে
অশ্রু নদীর খেয়া বেয়ে
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
পাহাড়ের উঁচু চূড়া থেকে
দেখেছি আমি এই পৃথিবীকে,
সবুজ খেতের মাঠ হতে
খুঁজেছি আমি দেবদূত কে।
পৃথিবীর চোখ দিয়ে
দেখেছি আমি কত অজানাকে
মরুভূমির উষ্ণ বালির মাঝে
খুঁজেছি আমি এই পৃথিবীকে।
পৃথিবীর চোখে দেখেছি আমি
আসমানের নীল রঙ’কে
রামধনুর সাতটি রঙের মাঝে
এই পৃথিবীর অন্তরালে।।
২৩/০৮/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest