প্রকৃতি
প্রকৃতি
হাকিকুর রহমান
নিলিমার পানে চকিত চাহিয়া,
দুই বাহু উন্নীত করিয়া জিজ্ঞাসিলাম-
“ওহে অন্তরীক্ষ!
তোমার সপ্তর্ষীমন্ডল কি রহিয়াছে এখনও অক্ষুন্ন?”
বিষন্ন বদনে সে উত্তরিল-
“মনুষ্যকুলের বাধাহীন কার্যকলাপে
ওজনস্তরে ক্ষয় ধরিয়াছে,
ইহার প্রভাবে ধরিত্রী হইতেছে বেসামাল;
কোথাও অতি খরা,
কোথাও অতি প্লাবন,
কোথাও প্রলয়ংকারী ঝড়,
কোথাও সুনামি,
কোথাও হিমবাহ।
তবে কি তাহারা, নিজেদের পরিসমাপ্তি
নিজেরাই ঘটাইবে, অচিরে!”
Subscribe
Login
0 Comments
Oldest