প্রকৃতির রঙ (রং বা নানা রঙ) – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সুন্দর এ প্রকৃতি নদী নালা মাঠ ঘাট
সবুজের বন,
তারই মাঝে যেন ছবি আঁকা দিয়ে
কত রঙ।
ভোরের সূর্যি রাঙা রাঙিয়ে আকাশ
বসন্তে রাঙিয়ে হাসে দেখ যে পলাশ।
শিমুল ও রাঙালো আজ দিয়ে তার রঙ,
আকাশ ও মাটির হেথা কত আলাপন।
সাত রঙে রাম ধনু আকাশের বুকে,
সাদা বক মেলে ডানা কত যেন সুখে
ধূসর পাহাড়ে পড়ে মেঘের ঐ ছায়া
প্রকৃতির রঙে আছে কত যেন মায়া ।
নীল দিগন্ত বুঝি ঐ সাগরে তে মেশে,
রঙে রঙে মিশে সেথা মন যায় ভেসে,
প্রকৃতির নানা রঙ কত যে মধুর,
রঙে রঙে ভেসে যাব আজ বহুদূর।

0

Publication author

offline 2 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 33Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।