প্রধানমন্ত্রী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মন্ত্রী থেকেই মন্ত্রী আসে
দেশ হতে ক্ষমতা ;
আমরা মন্ত্রী, তোমরাও মন্ত্রী
ব্যবধান শুধু মানবতায়।

পৃথিবীর অন্ধকার পথে
জ্বালিয়েছো আলো তুমি,
তুমি না থাকলে দেশটা হয়তো হতো
আফগানের মতো!

দিন মুছিয়া যায় আরেক দিনের আশায়
কিন্তু ক্ষমতা জানায় দখলের নেশা-
রাজনীতির ভাষা;
তুমিতো শিখিয়েছো বাঁচার আশা
দেশটাকে বিশ্বের সাথে তুলনা করে
বলতে পারবো আমরা ভারতবাসী।

কৃষক থেকে নাবিক হতে
হয়তো পারবো একদিন,
সেইদিনও তুমি আশা তুমিই ভরসা
আসুক যত বাঁধা বিপত্তি।

মানুষ থেকেই মানুষ শেখে
গড়ে কত নতুন নতুন ইতিহাস;
তুমি জনপ্রিয়নেতা , আমরা মানুষ
অজস্র ভালোবাসা জনপাতায়।

পৃথিবী চেনে মানুষের ভাষা
মানুষ চেনে না তো মানুষের ভাষা!
তফাত সেখানেই মুখের ভাষায়।

ঝরা পালক বলে কত লেখার ভাষা
ভারতমাতার ভূ-স্বর্গ;
তুমি থাকবে, আকাশ আমার নীল হবে
মেঘেরা সব সরল হবে
যেমন করে শিশির জমে ঘাসের ডগায়।

কয়েক বছর পর
এক অন্যরকম গোধূলি সন্ধ্যায়
আমি কবি তুমি মন্ত্রী:-
নক্ষত্রের মুখে মুখে জোনাকি,
মানুষ শিখবে লেখার ভাষা
তুমি রবে সব দেশের মানুষের ভালোবাসায়।।

০৫/০৯/২০২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে