প্রলয় – অর্ঘ্যদীপ চক্রবর্তী
বিকেলের পরে যখন আসে সন্ধ্যার মেঘ,
আমার পানে তাকিয়ে বলে এই আছি বেশ।
মিটিমিটি জ্বলা তারাদের কখনও ঢাকে কখনও উন্মুক্ত রাখে,
গায়ে এসে লাগে শীতল হাওয়া প্রাণে জাগে খুশীর আমেজ।
এরপর ঝড় ওঠে পুলক জাগে এ দেহ মনে,
গাছেরা দৈত্যের মতো অট্টহাসিতে ফেটে পড়ে।
আকাশে লাফিয়ে ওঠে আগুনের ঝলক,
সেই সাথে গুড়ুম গুড়ুম মেঘেদের গরজ।
দেখে ভাবি এই বুঝি নটরাজের প্রলয় শুরু হল,
জগৎটা না ধ্বংসের মুখে চলল।
সহসা শুরু হল ঝমাঝম বৃষ্টি,
তাড়াতাড়ি ঘরে ঢুকে দুয়ারেতে খিল দিয়ে মনে আসে স্বস্তি।
ঘন্টাতিনেক ধরে প্রকৃতির তান্ডব খেলা দেখি বাতায়ন পাশে বসে,
পরে শান্ত হলে নমি তাঁর দু’চরণ ভক্তিভরে।
ফুরফুরে বাতাস এসে গায়ে লাগে,
না জানি কে আহ্বান করে নিদ্রাদেবীকে আমার দুই চক্ষে।
ভোরে পাখিদের কলকন্ঠের কাকলি শুনে,
সে রাতের ঘুম বিদায় নেয় আমার কাছ থেকে।
আড়মোড়া কাটিয়ে উঠে বসে তাকাই আকাশের দিকে,
রবি তার কাজ শুরু করেছে শরীরটা লাগছে বেশ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২মে,২০২৩,বিকাল, বারুইপুর