প্রলোভন
দূর থেকে ভেসে আসে
কিছু প্রলোভন এর দাগ-
আঁকিবুকি ভাষণে,অসমভাগ।
এই নদী মোহমুক্তি,
কুসুম কুটিরে প্রিয় উক্তি…
আগুন কে সই করে
আঁধারে পথ চলা;
বিকিরণের উৎস হতে
ক্ষনস্থায়ী কথা বলা।
কার্নিশের ছবি স্থির
চাওয়া পাওয়া দু-কদম
ব্যঙ্গ্যার্থ অভিব্যক্তি জুড়ে
ভালো আছি,কোনক্রম।
Subscribe
Login
0 Comments
Oldest