প্রার্থনা
ধুঁকছে শহর, ধুঁকছে গ্ৰাম
বিপন্ন যেথা মানব প্রান
ঘনায়মান অন্ধকারে,,
বিপদ যেথা প্রতি পদে
বন্দিদশায় শ্রেয় সেথা,,
তবু প্রার্থনা হোক ঈশ্বর হতে
মানুষ থাকুক দুধে-ভাতে
Subscribe
Login
0 Comments
Oldest