প্রেমিকা-1
আচ্ছা রৌদ্র
উত্তাপে রাগ হয় না?
হাইড্রোজেন থেকে হিলিয়াম
জ্বলে উঠে গনগনে রাগ
ফেটে পড়ে না?
উত্তাপে উত্তপ্ত রৌদ্র
কাঠফাঁটা কাঠে আগুন
শেকলবন্দী চিৎকার
চিৎকারে কাঁদে ফাগুন
মেয়েলি ঘুঘুর জ্বলে যায় কেন?
কেন এ রুদ্ধশ্বাস
জঠরধারী প্রেমিকারা কেন
কঠোর প্রতিঘাত?
Subscribe
Login
0 Comments
Oldest