প্রেম ও কষ্ট
১.
তোমায় যত দেখি তত দেখতে ইচ্ছে করে,
সে ইচ্ছের কোনো শেষ নেই।
কী অদ্ভুত এই আকর্ষণ!
কী অবর্ণনীয় এই মায়া!
কী দারুন ক্ষুধাময় সে দৃষ্টি!
২.
চোখে তন্দ্রাভাব এলেই দেখি আমার মাথার পাশে তুমি দাঁড়িয়ে আছ,
তারপর চোখ কচলে নিয়েই দেখি আর তুমি নেই।
কেন এমন করো?
আমার হাত একটু স্পর্শ করো না বাস্তবে।
৩.
লেখা লিখেই যাচ্ছি তবু শেষ হচ্ছে না,
আসলে কলমের কালির জায়গায় আছে চোখের সাগর।
শুধু জলের দাগ কেটেই যাচ্ছি,
সাদা কাগজে লেখার শুরু শেষের কোনো হিসেব থাকছে না।
Subscribe
Login
0 Comments
Oldest