ফাগুন আসেনি বলে
বেথুল খসেছে যতো অভিমানে পেকে,
গামারি দেয়নি কথা সমাদরে ডেকে।
ঝর পাতা ভুলে গান
গড়েছে যা আনচান
লিলুয়া বাতাসে উড়ে জারুলের সারে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!
দিয়েছিলো ডাঁসা কথা একদিন টুনি,
সেও গেছে সব ভুলে ছেঁড়া মেঘ গুনি।
নিরালায় স্মরে স্মৃতি
কোকিল ভুলেছে গীতি
দিশেহারা হয়ে এক ন্যাড়া বাঁশঝাড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!
ভেবেছিলো চাঁপা যদি বলে ’আসি আসি’,
পলাশ শিমুল মিলে ছড়াবেই হাসি।
অথচ অলির দল
বেচে ভীরু কোলাহল
সঁপেছে অলস ক্ষণ খাগড়ার পাড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!
হতাশে আগেই গেছে পিউ শ্যামা ফিরে,
শালিক খায়নি জেনে পাকা আমা চিরে।
পাশাপাশি বড় বেল
না বুঝে কাকের দেল
গড়েনি বদন ক্ষ্যাপা শরমের আড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!