ফাগুন আসেনি বলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেথুল খসেছে যতো অভিমানে পেকে,
গামারি দেয়নি কথা সমাদরে ডেকে।
ঝর পাতা ভুলে গান
গড়েছে যা আনচান
লিলুয়া বাতাসে উড়ে জারুলের সারে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!

দিয়েছিলো ডাঁসা কথা একদিন টুনি,
সেও গেছে সব ভুলে ছেঁড়া মেঘ গুনি।
নিরালায় স্মরে স্মৃতি
কোকিল ভুলেছে গীতি
দিশেহারা হয়ে এক ন্যাড়া বাঁশঝাড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!

ভেবেছিলো চাঁপা যদি বলে ’আসি আসি’,
পলাশ শিমুল মিলে ছড়াবেই হাসি।
অথচ অলির দল
বেচে ভীরু কোলাহল
সঁপেছে অলস ক্ষণ খাগড়ার পাড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!

হতাশে আগেই গেছে পিউ শ্যামা ফিরে,
শালিক খায়নি জেনে পাকা আমা চিরে।
পাশাপাশি বড় বেল
না বুঝে কাকের দেল
গড়েনি বদন ক্ষ্যাপা শরমের আড়ে –
ফাগুন আসেনি বলে এ বনের ধারে!

0

Publication author

4
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
Comments: 18Publics: 79Registration: 30-08-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।