ফিরে আসা
আমি ফিরে এসেছি আবার
আমার চিরচেনা নীল বাংলাতে
যেখানে হারিয়ে যেতাম হলুদ হেমন্তের ঘাসে।
আমি সাহিত্য কে প্রিয়তমা ভেবেছি
আর আকাশ বাতাস মরু কে ভেবেছি বন্ধু।
কখনো সাদা বক মেঘের আড়ালে লুকিয়ে
কোথাও ঈগল বৃষ্টিতে ভিজবে বলে
একটা কবিতা প্রজন্মের অপেক্ষায়।
কাল্পনিক চরিত্রে ভালোবাসা দিতে দিতে
হারিয়ে ফেলেছি নিজের পাওয়া শত শত ভালোবাসা;
কিন্তু আমার কোনো দুঃখ নেই
যদি কাল্পনিক চরিত্রে ভালোবাসা পেয়ে
জীবন্ত হতে পারে নতুন নতুন কাহিনী
তবে আমি বহুবার আমার পাওয়া শত শত
ভালোবাসা তাদেরকেই দিতে চাই।
আমি ফিরে এসেছি আবার
নিভে যাওয়া স্তব্ধ নক্ষত্রের মাঝে
সূর্য কে জাগিয়ে তুলতে।
আকাশের রং চিনে
চিঠি উড়িয়ে দিয়েছি খোলা জানালার বাতাসে।
নিশানার লাল মিনার এক শতাব্দী পেরিয়ে
নতুন শতাব্দীর জীবনপঞ্জি বহন করে
দিন – রাত্রির দুঃখ বেদনাকে মুছে দিতে।
একদিন কখনো ফ্লোরেন্স শহরের পোড়ামাটি
যদি আমার নীল বাংলাকে ছেয়ে দেয়
তবে সেদিন আমি বহুদূরে, কালো দেনা শোধ করে
মৃত্যুর মুখে দাঁড়িয়ে সভ্যতার দরবারে।
আমার নীল লেখার কলমে
মৃত্যুর ফুল ফুটিয়াছে আজি
পৃথিবীর সীমানা থেকে বহুদূরে
মেঘরক্তের পিপাসার শহরেতে বন্দী আমি।।