ফিরে আসা বাংলার বুকে
আমি ফিরে এসেছি বাংলার বুকে
কোনো এক পৃথিবীর মানচিত্র থেকে
হয়তো নিরাশার অন্ধকার থেকে
নতুবা কিঞ্চিৎ পরিমাণ আলো থেকে।
আমি ফিরে এসেছি পৃথিবীর মানচিত্রে
ফিরে এসেছি নিস্তব্ধ পিরামিডের বুকে
নীল জোনাকির আলো হতে
চেয়েছি লাল পাহাড়ের আলো।
ঢের বেশি শতাব্দী থেকে
যারা এসেছিল এই শহরে আলো জ্বালাতে
তাঁহারা আজ ঝরে গেছে
খোলা নীল আকাশের নীচে।
হেমন্ত ঝরেছে শিশিরের গা ঘেঁষে
নীল কুয়াশা ভেদ করে
একমুঠো রোদ্দুর এসে
পুড়িয়ে দিয়েছিল আশাগুলো।
Subscribe
Login
0 Comments
Oldest