ফুলশয্যা
রুপালি চাঁদ উঠেছে আজ বসন্তের পূর্ণিমায়
চারিদিকে ছড়িয়ে মায়াবী জ্যোৎস্নায়
দুয়ার পেরিয়ে পথ সেজেছে আলোর সজ্জায়
মৃদঙ্গের তালে আপন মহিমায়
পুষ্পে-পল্লবে বাসর সেজেছে সুনিপুণ শোভায়
তোমার-আমার মিলনের মোহনায়।
বধূবেশে বসে আছো তুমি ফুলেল বিছানায়
আঁচল তোলা ঘোমটা মাথায়
বিস্ময়ে আমি তাকিয়ে থাকি অপরূপ চেহারায়
দুরুদুরু বুকে অজানা দোলায়
হৃদয়ের জলনিধি যেন তৃষ্ণায় শুকিয়ে যায়
ধূসর মরুর অনন্ত পিপাসায়।
ভালো লাগা তবুও ডুবিয়ে রাখে আমায়
নিবিড় প্রেমে তোমারই ছোঁয়ায়
স্বর্গ যেন নেমেছে আজ অবিস্মরণীয় ধরায়
অজানা এক সুখানুভূতির মায়ায়
পুষ্পবৃষ্টি ঝরে পড়ে বক্ষপটে অপার মুগ্ধতায়
যুগলবন্দি এই মধুর ফুলশয্যায়।