বদল দিন
আচ্ছে দিন আসবে বলে,
বসে আছি জানলা খুলে।
জানলা দিয়ে দেখি,
মৃত্যু মিছিল একি।
বিনা চিকিৎসা আর অনাহারে,
মরছে মানুষ হাজারে।
লক্ষ কোটি যৌবন আজ,
বেকার জ্বালায় মরে।
তবুও আজও বেঁচে আছি,
আচ্ছে দিনের তরে।
গরিব আরো হচ্ছে গরিব
ধনীর বাড়ে টাকা।
মন্ত্রীরা দেই মিথ্যা আশ্বাস,
গরিবদের সব ফাঁকা।
সকালে উঠে বাজারে গিয়ে,
ব্যাগে পোকা পটল বেগুন।
তেল মশলা আলু পেয়াঁজ,
রান্নার গ্যাসও আজ আগুন।
সর্ব দিকে মূল্য বৃদ্ধি,
সবারই দাম বাড়ে।
সাধারণ মানুষ মূল্য হীন,
প্রতি দিনই তাই মরে।
নেতারা আজ ফুলে কলাগাছ,
চার চাকা তে চড়ে।
সাদা পাঞ্জাবী গলায় চেন,
শুধু ভাষণ দিয়ে ঘুরে।
দুর্নীতিতে ভোরে গেছে আজ,
টাকা কামানোর নেশায়।
মনুষত্ব টা বিসর্জন দিয়ে,
এসেছে এই রাজনীতির পেশাই।
কাটমনি চাই সবেতেই,
খাদ্য স্বাস্থ্য আর শিক্ষায়।
পরিমান মতো ঘুষ যদি দাও,
দেখবে উন্নয়ন দাঁড়িয়ে রাস্তায়।
যাহা কিছু হচ্ছে এখন,
শুধু দেখো দুচোখ ভোরে।
মুখ যদি খুলেছো তাহলে,
গারদে দেবে পুরে।
ভোট আসলেই নেতার মুখে,
উন্নয়ন আর বিকাশ।
আদানী – আম্বানির হচ্ছে বিকাশ ,
আমাদের শুধু নাভিশ্বাস।
১৫ লক্ষ আসেনি যদিও,
দীঘাও গোয়া হয়নি।
মনের মধ্যে লক্ষ আশা,
এখনো পূর্ণ হয়নি।
তবুও আজও বেঁচে আছি,
চোখেতে হাজারো স্বপ্ন।
কাটবে আঁধার ফুটবে আলো,
হবে নতুন যুগের জন্ম।