বনটা ছিল, সবুজ
বনটা হয়েছে,সবুজ।
গাছে, গাছে সম্মোহিত।
এর বাইরের জগৎ বাদ!
ঘুমন্ত পাশ ফিরে থাক।
জাগতিক সব কিছু ফিকে,
বন সবুজ, ক্রমে, ক্রমে।
ছুঁয়ে দেখল না, এ পর্যন্ত,
আলো, জল, বাতাস পবিত্র।
‘যুদ্ধের প্রস্তুতি’, যারা উঠছে সেজে,
তারা কি আর, ভাল থাকে?
যখন, হাঁপিয়ে মরবে হাতিয়ার,
সব যুদ্ধ শেষে, একাকী নির্জন।
মনে পড়বে, বনটা ছিল সবুজ,
প্রাণে, প্রাণে সম্মোহিত!
‘হারিয়ে যেতে দিয়েছি’, বার, বার,
পবিত্র যারা সব, একদিন ছিল।
Subscribe
Login
0 Comments
Oldest