বসন্ত আজ মনে
বসন্ত, আজ কৃষ্ণচূড়ায়,
বসন্ত আজ মনে।
ফুলের রঙে, তোমার তায়ায়,
থাকব কাছে, কাছে।
কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া,
হারাব,তোমায় পায়ে,
এমনদিনে, বসে থাকা,
ডাকবে, ভালোবেসে।
Subscribe
Login
0 Comments
Oldest