বহুদিনের ব্যাকুল আমার প্রাণ
একবার
ডেকে দেখো
তোমার অবরুদ্ধ আঙিনায়
বহুদিনের ব্যাকুল আমার প্রাণ,
খরায় ফেটে চৌচির মৃত্তিকার মতো;
কতোটা তৃষ্ণার্ত হয়ে আছে অন্দরে আমার।
যদি
তুমি ডাকো
উন্মত্ত ঢেউয়ের নদী
আমি পাড়ি দেবো অনায়াসে,
দুরন্ত চিলের মতো ছুটে আসবো;
পথের বাঁধা ছুঁতেও পাড়বে না আমায়।
তুমি
একবার ডাকলে
দুঃখের জমাট পাথর
ঝরনার জলে ভাসিয়ে দেবো,
নিঝুম রূপালি আলোর কোজাগরী রাতে;
তোমায় নিয়ে সাগরের তীরে গড়বো বসতি।
একবার
শুধু একবার
ডেকে দেখো আমাকে
তোমার অনুরক্ত স্বপ্নিল বন্দরে,
আমি সাম্পান সাজিয়ে বসে আছি;
ঝড়েরও অধিক বেগে ছুটবো তোমারই সীমানায়।
Subscribe
Login
0 Comments
Oldest