বাদলের গানে
তপ্ত দুপুরে আঁধার হাসলো মেঘের আগমনে,
ব্যাকুলতায় ডুবেছি হঠাৎ বাদলের গানে!
দুচোখ হারিয়েছি নিদারুণ নির্মলতায়,
আলতো করে রাখছি হাত ঝড়ে যাওয়া পাতায়!
অনুভূতিরা ছুঁয়েছে দক্ষিণা হাওয়ার আভাসে,
চায়ের কাপে দিয়েছি মুখ বারান্দায় বসে!
বৃষ্টির শীতল ছোয়ায় প্রণয় পেলো আশকারা,
তার সাথে ভিজতে মন হলো তাই দিশেহারা!
নিঝুম নিরালা চারিপাশ যেনো আমি আছি শুধু জেগে,
চোখ ছুঁতে না পেরে মিষ্টি ঘুম আছে ভীষণ রেগে!
Subscribe
Login
0 Comments
Oldest