বাবার উপদেশ
তোর বই পড়ার কথা আছে কি মনে?
সারাদিন সময় কাটছে শুধু
টেলিফোনে !
নিজের হাতেই জীবনটা নষ্ট করিস না খোকা,
তবে বয়স বাড়লেই নিজেকেই লাগবে খুব বোকা।
তখন কেউ তোকে দেবে না দাম ,
তা সে যতোই ঝরাও নিজের মাথার ঘাম।
সময় এখনো আছে তোর হাতে,
সময় গুলো ব্যায় কর লেখাপড়ার সাথে।
আবেগের সঙ্গে করিস না যুক্তিহীন কল্পনা,
আমার কথা গুলো মানলে একদিন তুইও দিবি সুখের আল্পনা।
Subscribe
Login
0 Comments
Oldest