বাবা
বাবা
-ভাস্কর পাল
বাবা তুমি এসেছো?
ফিরে মোর কাছেতে!
কোথা চলে গিয়েছিলে-
আমায় একলা ফেলে!
তোমায় ছাড়া কতটা একা
হয়ে পড়ি আমি,
তবু কেন গেলে ফেলে
আমায় একলা করে!
বাবা তুমি এসেছো?
যাবে না তো আর-
তোমা ছাড়া হয় না সাহস
হয় বড্ড ভয়।
আমার এ জীবনে-
তুমি একমাত্র দিশা।
বাবা তুমি যেও না চলে
করে আমায় একা।
বাবা তুমি এসেছো?
যেতে দেবো না আর,
তোমায় আমি রাখবো ধরে
ছাড়ছি না যে আর।।
Subscribe
Login
0 Comments
Oldest