বিজয়ের এতো বছর পর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই জীবন, ক্ষুদ্র এই জীবন;
যুদ্ধ করে বেঁচে থাকার ব্যর্থ জীবন,
তবু থেকে যায় কিছু আশা,
টুকরো কিছু একাত্তরের বিজয় স্মৃতি,
রক্তিম হৃদয়ে জমানো অব্যক্ত কিছু কথা,
আর দেশ জয়ের এতো বছর পরেও
বিজয়ের মানে খুঁজে খুঁজে মরা।

তবে এই বিজয় মানেই কি-
নিভে যাওয়া কোন প্রদীপ শিখা,
প্রতিনিয়ত যাকে জ্বালানোর ব্যর্থ প্রয়াস,
নাকি মুক্তিযোদ্ধা কোন ভিক্ষুকের বাড়িয়ে দেয়া হাত,
আর শোষণের কষাঘাতে জর্জরিত মানুষের হাহাকার?

এই বিজয় মানেই কি-
সন্তান হারা কোন মায়ের বুক ফাটা আর্তনাদ
আর গুলি খাওয়া মানুষের ক্ষত-বিক্ষত লাশ,
নাকি শোষকের রোষানলে প্রতিনিয়ত লাঞ্ছিত
বঞ্চিত কোন মুক্তিযোদ্ধা দিনমজুরের করুণ মিনতি?

এই বিজয় মানেই কি-
যৌতুকের দায়ে অসহায় কোন মুক্তিযোদ্ধা সন্তানের
করুণ পরিণতির অসমাপ্ত নির্যাতিত বসবাস,
নাকি কোন মহাজনের কবলে পড়া অসহায় পিতার
শেষ সম্বল বসত বাড়িটুকুও হারানো?

এই বিজয় মানেই কি-
রাজনীতির নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের হাতে
অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসবাদী তৈরি করা,
নাকি মায়ের বুক খালি করে কোন নিরীহ
ভালো ছাত্রের রক্তাক্ত লাশ হয়ে বাড়ি ফেরা?

এই বিজয় মানেই কি-
ক্ষুধার্ত শিশুর বাড়িয়ে দেয়া কোমল হাত,
যাদের জীবনযুদ্ধে টিকে থাকতে হয় সারাক্ষণ,
নাকি অভাবের তাড়নায় কোন মুক্তিযোদ্ধা পরিবারের
অসহায় নারীর পতিতাবৃত্তি বেছে নেয়া?

এই বিজয় মানেই কি-
ভূমিহীন কোন মুক্তিযোদ্ধা কৃষকের ঘরে
ফসল হারানো শোকের করুণ আর্তনাদ,
নাকি একদল স্বার্থপর পুঁজিবাদী জন শত্রুর হাতে
সমাজে শ্রেণী বৈষম্য গড়ে উঠা?

এই বিজয় মানেই কি-
অফিস ফেরা কোন নিরীহ পথিকের
সন্ত্রাসবাদীদের বন্দুক যুদ্ধের কবলে পড়ে প্রাণ দেয়া,
নাকি কোন মুক্তিযোদ্ধা অসহায় পিতার
কিশোরী মেয়ের ধর্ষিতা হওয়ার আর্ত চিৎকার?

এই বিজয় মানেই কি-
নির্লজ্জ ঘুষখোরদের দৌরাত্ম্য আর কলমের চুরি,
ফাইল ঠেকিয়ে যারা প্রতিনিয়ত করছে দুর্নীতি,
নাকি অসুস্থ রাজনীতির রোষানলে পড়া
নিরীহ জনতার সীমাহীন দুর্ভোগ?

এই বিজয় মানেই কি-
পড়ন্ত মধ্যবিত্ত পরিবারের কোন বেকার যুবকের
চাকুরীর অভাবে সন্ত্রাসের পথ বেছে নেয়া,
নাকি নেশার কবলে পড়া কোন যুবক-যুবতীর
অন্ধগলির সিঁড়িতে পা দেয়া?

তবে চাই না এই অপ্রত্যাশিত জীবন,
চাই না পৃথিবীর এই নিষ্ঠুর সামাজিকতা,
চাই না মধ্য যুগীয় শোষণ আর বঞ্চনা,
আমারা চাই বাঁচতে, বিজয়ের সব অধিকার নিয়ে;
শিকল পরা বন্দি জীবন নয়, চাই বাঁচার মতো বাঁচতে।

জাগো বাঙালি, এখনই জেগে উঠার শ্রেষ্ঠ সময়;
হাতটা বাড়াও বন্ধু, এসো বদলে দেয়ার শপথ করি;
এসো এই যুগের তরুণ, এসো বজ্র কণ্ঠের যুবক;
প্রয়োজনে আবার সাজাই যুদ্ধতরী,
সবাই মিলে নতুন করে আবার এই দেশটা গড়ি।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।