বিপরীত আলোয়
রাতের সাথে সাথে ছুটছে দিন
আলোর সাথে সাথে অন্ধকার ।
দিগন্তে উদ্দাম বাতাস বাধাহীন
এপাশে বসে ঠায় বন্ধ দ্বার।
ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে শূন্যে
বিবর্ণ কত চোখ স্বপ্নহীন-
তবুতো আশাবাদী ছুটছে অনেকেই
সমুখে যেন আলো অন্তহীন ।
চারদিকে কত হাসির কলরোল,
কান পেতে শোন কাঁদছে কেউ
দিনমান কথা ফালতু কোলাহল-
তবুতো কিছু কথা তুলছে ঢেউ ।
======
Subscribe
Login
0 Comments
Oldest