বিরহ কথা
বিরহে সকল কথা
জেনেছি প্রিয়তমার স্বপ্ন নীল
মুখের নীচে ছায়ার চাদর
আমার হাতে সমীচীন।
মোমের পুতুল সমাধির চত্বর
দেশে দেশে দাঙ্গা রক্ত ক্ষরণ
তোমার চোখে স্বপ্ন দেখে
আমি আঁকি নতুন দেশের মানচিত্র।
কারা যেন জাল পাতে
প্রেমের ফুল ফুটবে বলে
লাল সাদা হলদে রঙিন
ঈগলের চোখ আরো গভীর।
রাতে বাড়ে বিরহ নামে
চোখের জল সমুদ্রে মেশে
নদী থেকে আরেক নদী
কারা যেন ভালোবাসা বোনে।
আমি পারিনা বলতে তাঁরে
জানিনা কেনো!!
তবুও ভালোবাসা আরো আশা
এখনো একই থেকে যায় প্রিয়।
Subscribe
Login
0 Comments
Oldest