বিশ্ব উষ্ণায়ন – অর্ঘ্যদীপ চক্রবর্তী
নতুন ভোরের শরীর খারাপ,
গায়ে দারুন জ্বর,
ঘোলাটে চোখে তাকাচ্ছে শুধু,
সূর্যের আলোয় বিষণ্ণতার ছোঁয়া,
বাতাসে নেই হালকা শীতল ভাব,
তাজা ফুলগুলো নেতিয়ে পড়ছে।
এ কী হলো প্রকৃতির?
যেন, রোগে ধরেছে-
কে সারাবে তাকে?
ঘটলই বা কীভাবে এহেন দশা?
উঁচু উঁচু প্রাসাদ মিনার গড়েছে মানুষ
ইচ্ছেমতো, ধুলোয় মিশিয়ে বৃক্ষ।
এই তো সবে শুরু।
নিজেদের ভুল বোঝো,
দু’চোখের অন্ধ ঠুলি খুলে রোপণ করো চারা-
হাজার হাজার, লাখো লাখো,
ডাক দাও সবুজায়নের।
নাহলে জেনো, দ্রুত এগিয়ে আসছে অন্তিম সময়,
যাবে সবকিছু জলের তলায়,
তখন পালাবে কোথায়?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬জুন,২০২৩,সকাল ৭টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest