বিষের পেয়ালা
বিষের পেয়ালা- রুদ্র কাওসার
বিরহ নামের বিষের পেয়ালা,তুলে দাও আজ এই মুখে-হারিয়ে যাক চিত্তের যতসুখ ,মুছে যাক ব্যাথার যত দাগ !তোমাকে ভেবে স্বেচ্ছায় আমি,তুলে দিবো অনুভূতির কাঁটা!অসাড় হয়ে পেতে দিবো,রক্তাক্ত দেহের শিরা-উপশিরা!তোমার মায়াবী অনলের পুড়ে, মিশে যেতে চাই বাতাসে! একটি অনাকাঙ্ক্ষিত গোলাপের পোড়াগন্ধ, ভেসে বেড়াবে গ্রীষ্মের দাবদাহে, এতটুকু কামনার বৃষ্টির আশায়,তোমার পথ ঘাট হাহাকার করে,উত্তাল জনসমুদ্রের নিমজ্জিত হবে,নীলাক্ত আকাশে ছেঁয়ে যাবে,মান অভিমানের ধুসর মেঘ!হৃদয় প্রান্তরে বেজে উঠবে,সহস্র কোটি বিধ্বংসী আওয়াজ, কল্পিত বৃন্দাবনের আকাশ বাতাস, ভারি হয়ে উঠবে সেই দিন! বধির হয়ে যাবে শ্যামের বাঁশী,অদৃশ্য হয়ে যাবে গোপীদের,চিরচেনা এই মনগঙ্গা’র ঢেউ!যমুনার জল নীলহয়ে যাবে,বেদনার বিষাক্ত নীল বিষে!