বৃক্ষ – অর্ঘ্যদীপ চক্রবর্তী
সত্যিই ওরা সুখী-
মনের আনন্দে আকাশে উড়ে বেড়ায়
সাগরে ভেসে কাটায়
ভূমির ধুলো অতিষ্ট হয়
দুনিয়ায় পতাকা ওড়ায়।
আমিও বড়ো সুখী-
কুড়ুলের ঘা সহ্য করে
মাথায় বজ্রের আঘাত পেয়ে
নিজের ছায়ায় আশ্রয় দিয়ে
মেঘ বৃষ্টি এনে
কোটরে ধনদৌলত লুকিয়ে রেখে
মাটিতে লুটিয়ে পড়ার আগে অবধি
বাঁচার অক্সিজেন দান করে।
১৫জুন,২০২৩,সন্ধা ৬টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest