বৃষ্টি কোথায় যাবে
বৃষ্টি কোথায় যাবে!
মেঘেরা ফুরালে..
ধ্যান তোমাতেই ফেরে
প্রিয় তুমি বলে..
ফিরে ফিরে আসি..!
ফেরা তো আর হয় না।
মন রেখে বাজি
প্রেম তো আর রয় না।
যে ছিল প্রিয় নাম..
তাকে ডাকো নিঃশ্বাস,
মরে গিয়ে বিশ্বাসে
কারো তুমি আয়না।
ফিরবো তোমার কাছে..!
ফেরারী সে মনে..
মন রেখে বাজি
ভালোবাসা হয় না..
বৃষ্টি কোথায় যাবে!
মেঘেরা ফুরালে..
ধ্যান তোমাতেই ফেরে
প্রিয় তুমি বলে..
#মন_সায়রের_পাড়ে
#সুমিত_দরানী
Subscribe
Login
0 Comments
Oldest