বৃষ্টি, তোমায়
বৃষ্টি, তোমায়,
বার, বার ফিরে পাওয়ায়,
আমি পাই,
নতুন ফলানোর আশায়।
জল পেলে,
তারা প্রাণ পায় জেগে ওঠার।
বেড়ে উঠলে শষ্য,
জোগাবে আমায় আগামীর।
Subscribe
Login
0 Comments
Oldest