বৃষ্টি ভেজা শহর
মেঘেদের রাজ্যে আমি ভবঘুরে হতে চাই
অসীম আকাশের অনন্ত সীমানায় ঘুরব রোজ
পাসপোর্ট কিন্তু আমার বলবে না আমার গন্তব্য
বজ্রবিদ্যুৎ ছাড়া কেউ আমার নেবে না খোঁজ।
মেঘেদের আকস্মিক ঘর্ষণে শহরে আগুন নামে
ধ্বংস হয়ে যায় কিছু প্রকৃতির মূল্যবান উপাদান,
মানুষের কান্না মিশে যায় বাজ পড়ার শব্দের সাথে
চিৎকার শেষে দেখবে মেঘরা নেই আর দোদুল্যমান।
পরিচ্ছন্নতার কারণে গাছের পাতাগুলো মৃদু হাসছে
কেউ বা চোখ মুছে মুখ বুজে নীরবে করে যায় কান্না,
বৃষ্টির পর আবার ক্লান্ত পরিষ্কার আকাশ হয়েছে নীল
পাখিরাও হেসে খেলে গগন জুড়ে মেলেছে মুক্ত ডানা।
রান্নাঘরে খিচুড়ি সাথে ডিম ভাজা করেছে খুব বন্ধুত্ব
আমার ভবঘুরে মন বৃষ্টির ছোঁয়া পেতে হাত বাড়ায়
রং তুলি গুলোর সাথে নিকোটিনের ধোঁয়া মিশিয়ে দিয়ে
আমি আমার ঘর্মাক্ত বৃষ্টি ভেজা শহরের দিকে পা বাড়ায়।