বেমানান

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেমানান

-স্বপ্নিল

 

এই রঙের দুনিয়ায় না হয়

বেমানানই হয়ে রইলাম আমরা।

নাই বা হল সারাদিন কথা

ফেসবুক, হোয়াটসএপ জুড়ে।

দিনের শেষে রাতের আড়ালে

শরীর ছোঁওয়ার গল্প ছেড়ে,

না হয় পড়ে থাকলাম

পুরনো স্মৃতিদের আঁকড়ে ধরে।

Oyo room এর বদলে না হয়

গিয়ে বসলাম প্রিন্সেপ ঘাট

কিংবা ঢাকুরিয়া লেকের ধারে।

না হয় ঠোঁটে ঠোঁট না রেখে

তোমাকে আগলে রাখলাম জড়িয়ে ধরে।

অঞ্জন দত্তের বদ্ধ কেবিনে বন্দি না হয়ে,

বসে থাকলাম কোন চায়ের দোকানে।

লোকে হয়তো আমাদের তখন

৯০এর জুগের প্রেমিক বলবে,

কিন্তু ক্ষতি কি তাতে

প্রেম তো কোন বাঁধ মানে না।

প্রেম তো কোন যুগ মানে না।

বন্ধুদের ভিড়ে না হয় আমরাও

বন্ধু সেজে রইলাম।

ব্যস্ততম শহরে না হয়

আমরাও ব্যস্তই রইলাম।

তাতে তো আর মনের সম্পর্কটা

বদলে যাবে না, বদলে যাবে না

তোমার প্রতি আমার অনুভুতিটা।

গ্যালারি জুড়ে না হয়, যুগলবন্দি

ছবির সংখ্যা কম রইল,

কল লিস্টে না হয়, তোমার নামটা

রইল কয়েকটা নামের পরে।

তা বলে তো আর সম্পর্কটা

তলিয়ে যাবে না।

না হয় এই আধুনিক সমাজের ভিড়ে

হলাম একটু বেমানান , একটু পুরনো।

তা বলে তো আর,

ভালোবাসাটা পুরনো হয়ে যাবে না।

কারণ প্রেম তো কোন বাঁধ মানে না।

প্রেম তো আর কোন যুগ মানে না।

0

Publication author

offline 3 years

স্বপ্নিল

0
আমি একজন স্বল্প টাকার শ্রমিক।
Comments: 0Publics: 1Registration: 26-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে