বেলাভূমি
বেলাভূমি
– রুদ্র কাওসার
সমুদ্রের বেলাভূমির ভেজা বালুতে –
কত মানুষ পদচিহ্ন এঁকে যায়!
কত যুগলের স্বপ্ন বিলীন হয়েছে,
এই বিশাল সাগরের নোনাজলে!
কত ক্লান্ত হৃদয় শান্তি পেয়েছে দ্বীর্ঘশ্বাসে!
কত প্রেমিকের কল্পনা রঙিন হয়েছে,
প্রেমিকা’র খোলা চুলের স্নিগ্ধ সৌরভে!
কত বিচিত্র মানুষের পায়ের ছাপ,
অদৃশ্য হয়ে গেছে জোয়ারের জলে!
কত শোকের বিরহী বিলাপের ক্রন্দনে,
ছিঁড়ে গেছে মায়ার বুনো প্রেম!
কত আহ্লাদী মনের খেয়ালি আবেগে,
ঝরে গেছে অগণিত প্রস্ফুটিত হাসনাহেনা!
স্বর্গসুখের সন্ধানে একদিন যারা,
এসেছিলো পালংকির এই নগর তীরে-
অতিথি পাখির মতো অদৃশ্য ডানায়,
উড়ে যেতে দুরের ওই মেঘের দেশে!
তারপর ক্লান্ত চরণে ফিরে যাবে নীড়ে,