ব্যর্থতা-১৬
সমস্ত কিছুই পেরিয়ে গেছে
আর চলে গেছে দুচোখ দুদিকে
বিষন্নতা দূর বহু দূর গেছে
ভালোলাগা তবুও তেমনি আছে
কেউ বলেনি কিছু
খোঁজ রাখেনি শরীর জুড়ে বিষাদ সিন্ধু
চোখের কোণে ফোঁটে মহাফলক
ছেঁড়া পাতার পবিত্র হৃদয়ে।
তুমি আসবে বলে
আমি কারও খোঁজ রাখিনি
চোখে চোখে প্রহর গুনে
আমরা হারিয়ে গেছি ধ্রুবতারার জীবনে।
Subscribe
Login
0 Comments
Oldest