ব্যর্থতা-১৮
পৃথিবীর সমস্ত মানচিত্র পেরিয়ে গেলেও
যদিও আমি একটি মাত্রই মানচিত্র আঁকি
হৃদয়ের ক্যানভাসে –
এখন আমি বিশ্বাস করি শব্দের মেরুদন্ড
রুগ্ন শিশুর শরীর জুড়ে অন্য এক মানচিত্র
যা প্রেম নয় , ভালোবাসা নয়
এ যেন ডানা হারানো পাখির মতো…
মুঠো ভরা রোদ্দুরে
পুড়ে যায় পৃথিবীর সমস্ত মানচিত্র।
Subscribe
Login
0 Comments
Oldest