ব্যর্থতা-২৩
ব্যর্থতা-২৩
– অভিজিৎ হালদার
কেউ খোঁজ রাখেনি আমার
সময়টা বড়ই নিষিদ্ধ
শরীরের প্রতিটি কোণে কোণে বিষাদ সিন্ধু
রাত্রি যাপন করতে ভয় হয় হেমন্তে
জানিনা নিদারুণ অভিমান কেমনটা পোষ মানলো বুকের কাছে
বাঁচতে জীবনের মূল্য দিতে
কেউ হয়তো আপন
আমি নিজেই তো নিজের একমাত্র আপন
আর আপন হৃদপিন্ডের মতো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ
আমি স্বাধীনতা চাইতে আসিনি ফাঁসির জন্য
দেখতে আসিনি পরাজয় বাঁচার জন্য
শুধুমাত্র আপন করতে চেয়েছি শরীরের পার্থেনিয়াম
একটুকুই তো সম্বল করে এতটা পথ বিশ্বাসের সঙ্গে বাঁচলাম
আরো আরো এভাবেই বহমান হতে হবে
কিছু বেদনা আর না পাওয়ার বাসনা চরিতার্থ করে।
কবি
Subscribe
Login
0 Comments
Oldest