ব্যর্থতা-৬
অনেকটা সময় পেরিয়ে মনে করছি তোমায়
হয়তো এতক্ষণে পদ্মপাতার জল শুকিয়ে গেছে অনুভবে
তোমায় ভাবি যখন হৃদয়ের গভীরে ঠিক তখনি
দুচোখে বিস্ময় জেগে উঠে অনেকটা বিনিদ্র রজনীর পথ পার করে।
অনেকদিন তোমায় দেখি না
খোঁজও রাখি না কখনো তবুও এই চঞ্চল চোখ শুধু তোমায় খোঁজে।
আমি পারিনি বলতে
ক্ষয় হয় হৃদয়
একদিন খুবই অনুশোচনায় নিজেকে দগ্ধ হতে হবে
তবুও ঠিক আজো সেই আছো তাই…..
Subscribe
Login
0 Comments
Oldest