ব্যর্থতা-৭১
সমুদ্রের ঢেউ গুনে পর্দার আড়ালে লুকিয়ে রেখেছি জীবনের চোরাবালি
তোমরা বিপরীত অধ্যায় লিখেছিলে বলে
আমি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম ব্যর্থ নাগরিক হয়ে।
কেউ কথা রাখেনি , কথা রাখার ও প্রয়োজন ছিল না !
বিষাদের মেরুদন্ড বেয়ে- চেয়েছি বহুদূর যেতে
যতদূর গেলে আর ফিরে আসতে পারে না কেউ
ঠিক তত দূর-ই একদিন যেতে চাই। যাবে কেউ আলোকিত বন্ধু স্বজন নিকট নিক্ষিপ্ত বিনিদ্র রজনী পেরিয়ে – বন্ধু । এই আলোকিত পথ জুড়ে আমাদের বেড়ে ওঠা
ঘাসেদের দল নিয়ে যুক্ত ঘোষণা করেছিলে তোমরা
তবুও আমি আমার চোখে বিপ্লব দেখেছিলাম
তোমাদেরকে উপেক্ষা করে হাতে অস্ত্র তুলেছিলাম হাঁসি মুখে।
গাছেদের বিরুদ্ধে আমাদের শ্বাস নেওয়া
উঁচু মিনার হতে সমাধির মধ্যে যতটা দূরত্ব আঁকা যায় – ঠিক তার চেয়েও বেশি লক্ষ বস্তুকে অদৃশ্য রেখার কাহিনীতে জুড়ে আমরা যুদ্ধের মানচিত্র এঁকেছি মানুষের শিরার রক্তকে প্রলুব্ধ করে।