বড়োদিন
গির্জায় গির্জায় মুখরিত আজ যিশুখ্রিস্টের বন্দনায়
হৃদয় ছোঁয়া শান্তির প্রার্থনায়
এমনই দিনে যিশুখ্রিস্ট এসেছিলেন এই ধরায়
মহীয়সী মেরীর কোলজুড়ানো মমতায়
চারিদিকে আলোকিত করে ধরণির মঙ্গল বার্তায়
জন্ম নিয়েছিলেন আর্তমানবতার সেবায়।
বড়োদিনের আনন্দে আজ ধুম পড়েছে গৃহসজ্জায়
আলোকসজ্জায় সজ্জিত করছে বৃক্ষশাখায়
কুশল বিনিময়ে ব্যস্ত মানুষেরা কার্ডের শুভেচ্ছায়
প্রীতিভোজের আয়োজনে গৃহিণীরা রন্ধনশালায়
উপহারের আশায় শিশুরা বসে সান্তাক্লজের প্রতীক্ষায়
কেউ আবার পেয়ে আত্মহারায়।
এমনই দিনে ধর্মপ্রাণ মানুষেরা ঘুরে বেড়ায়
ব্রতচারী হয় সত্যপথের প্রতিজ্ঞায়
মহানন্দে কেক কেটে যিশুখ্রিস্টকে শ্রদ্ধা জানায়
আগামী দিনের মঙ্গল কামনায়
যেন সকলের অশুভকাল দূরীভূত হয়ে যায়
শান্তি ফিরে সবার দরজায়।