ভবিষ্যত, অমৃত পাবে কোথায়?
এখন চারিদিক, নীল অন্ধকার,
মায়াবি আলোয়, আমি ঢেকে আছি।
কেমন চাঁদের আলো লেগে,
কালো অন্ধকার হয়েছে নীল রাত্রি।
অন্ধকারের শেষ তলদেশে,
নরম বিছানায়, থাকি শুয়ে।
কয়েকদিন, কয়েকবছর কিংবা যুগ,
আবর্তনগুলো যাকনা চলে।
অস্তিত্ত্বের মানে, শব্দেরা পেয়েছে,
কিছু যায় আসে না, আমার,
সমুদ্রমন্থন-এর মত, একে, একে,
সব তুলে আনব, একদিন-না-একদিন।
ততদিন, শান্তি আমার এখানে,
নির্বাচন করে, যে শব্দেরা সময়,
তার সাথে মিলিয়ে,মিলিয়ে,
উঠে আসবে, অন্ধকারের দান।
নীল অন্ধকার ভালো এখন,
আমি চিনে নিতে পারি সব,
গরল টেনে নিচ্ছে, বর্তমান,
ভবিষ্যৎ, অমৃত পাবে কোথায়?
Subscribe
Login
0 Comments
Oldest