ভবি-তব্য – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সবে মাত্র কবিতার নামকরণ করেছি ‘ভবি-তব্য’
হঠাৎ কলিংবেলের শব্দ ..
দরজা খুলেই ! বিস্রস্ত বেশ বিস্রস্ত কেশ
দেখে মনে হলো সর্বহারা সব শেষ ।
আমি চমকে এলাম বেরিয়ে !
বলার ভাষাটুকুও গেল হারিয়ে ।

এ কোন দৈন্য দশা ?
নেই শাখা সিঁদুর যেন গিলেছে সর্বনাশা !
বিবর্ণ মুখ, চোখে কালসিটে কালো দাগ,
দুহাতে পোড়া ক্ষত চোখেমুখে অবসাদ ।
আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠলো
গেটের বাইরে সিড়িতেই বসে পড়লো ।
রাখতে পারলো না পাথর চাপা মনের বাধ
আমারও মন কুকড়ে উঠে বললো কাঁদরে একটু কাঁদ
কাঁদবো কি সেই কবেই শুকিয়েছে চোখের জল,
জানে সব পশুপক্ষী ও গাছের দল,
জানেনা শুধু ঐ জাতপাতের বিচারকারী মনুষ্যদল ।

অজ্ঞাতবাসেই চেয়েছিলাম জীবনের মুক্তি,
বাকি জীবনের সমাপ্তি ।
বিধ্বস্ত জীবন শুনেছিল সেদিনের উক্তি,
মানেনি সেদিনের যুক্তি
হারিয়েছিলাম তাকে পারিনি ধরে রাখতে
অপরের হল যেদিন পারিনি আর বিহনে থাকতে ।
নতজানু হয়ে ও বললো বাড়িতে কেউ নেই ?
বললাম আমি আগের মতোই গো সেই
আমি বললাম তুমিই করেছো মোরে অনুঢ়
লজ্জায় সে হল ভীষণ বিমূঢ়
স্বপ্নের দরজা দিলাম খুলে,
আগের সমস্ত কিছু ভুলে ।

ভাবিনি এক অজ্ঞাত বাসের অন্তে,
মিলিব মোরা আজ এই দিনান্তে ।।

0

Publication author

offline 1 year

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।