ভালোবাসার আদরা
তোমার মুখে দেখেছি ফুলের বাগান
আমার নাকের ডগা ছড়ায় সুবাস,
তোমার হাঁসির মধ্যে ফুটেছে গোলাপ
তোমার চোখের মধ্যে করি বসবাস।
তোমার মনের মধ্যে উঠে প্রশ্নবিদ্ধ
আমাকে বিরক্তিকর করো আচারণ,
কেনোই বিরক্ত জানি! এ উত্তর মালা
কেনো জানি- ভালবাসি হয়তো কারণ।
তোমার সুন্দর চোখে পথের ঠিকানা
যেখানে হারিয়ে খুঁজি তোমার আলোয়,
তোমাকে পাবার মন্ত্র শুধু করি পাঠ
জানিনা হবে কিনা ই তোমারই জয়।
Subscribe
Login
0 Comments
Oldest