ভালোবাসাহীন প্রাণী
এখানে দূর্বাঘাসের মাঠ মাদুরী নেই
নেই থই থই ঝিলের জলের ছন্দময় ঢেউ
এখানে আচমকা পিছন থেকে
জড়িয়ে ধরে না কেউ।
এখানে হাস্যোজ্জ্বল-
একখানি মুখ নেই, তাই সুখ নেই
নেই প্রত্যহকার মনন মালির গুনগুনানি,
এখানে আমি নিঃসঙ্গ এক
ভালোবাসাহীন প্রাণী।
Subscribe
Login
0 Comments
Oldest