ভালোবাসা চিরসত্য
ভালোবাসা চিরসত্য
এ কথা বলে সকলে
ভালোবাসায় অন্ধ হলে
প্রেমিক নাকি পুরুষ হয়ে ওঠে
কিন্তু আমি পুরুষ নই
তবে কি আমি প্রেমিক নয় !!
আমার জীবনে কালো রাত
জোনাকিদের মুখ থেকে ঝরে পড়ে
তোমার সীমানার সম্মুখ হতে
তুমি কি ফিরে একবার তাকাবে
আমার বিরহঘেরা মুখের পানে ?
নাকি আজীবন নীরবেই বয়ে চলবে
স্রোতের বিপরীতে।
ভালোবাসা চিরসত্য
কখনো কারো হৃদয়ে প্রেম জমে
আবার এই প্রেম ই হারিয়ে যায়
ঝরে যাওয়া ফুলের মতো করে
প্রেমিক প্রেমিকা – দের হৃদয় থেকে।।
Subscribe
Login
0 Comments
Oldest