ভালোবাসা তোমার আমার ঠিকানা
ভালোবাসা তোমার আমার ঠিকানা।
তুমি তো শিখিয়েছো ভালোবাসা!
শিখিয়েছো প্রেম অন্তরে গাঁথা!
গভীর থেকে গভীরে ডুব
প্রেমের পৃথিবী সবচেয়ে কঠিন মানচিত্র
ঢের বেশি প্রিয় অন্ধকার রাত্রি।
আকাশের নীচে যখন লুকিয়ে গেছে সূর্য
আমার তখন নীল বেদনা নেমে আসে জীবনে
তোমাকে ভালোবাসি বলে ।
ভালোবাসা তোমার আমার ঠিকানা
তুমি তো শিখিয়েছো মানুষে মানুষে ভালোবাসা
আর বেঁচে থাকার কবিতা।
ঢের থেকে ঢের বেশি প্রিয় তোমাকেই চাওয়া
আর দূর সীমানার পালকের বেঞ্চ
উপহার হিসাবে তোমাকেই দেওয়া।
হৃদয়ে আমার নক্ষত্রের রাত্রি নেমে আসে,
আমার জীবনে তোমার স্থিরময় চেতনা
কখনো নিজেকে একা নিমগ্ন করে দেয়।
তুমি দূরে গেলে প্রশ্নের মুখোমুখি কল্পনার জগৎ
বারে বারে আমার প্রিয়তমার অদ্ভুত ছবি
নীল ডায়েরির ভাঁজে ভাঁজে।