ভালোবাসা নিয়ে
ভালোবাসা লয়ে সংজ্ঞা জানিনা
ভালোবেসে কেউ চলে গিয়েছিল
আমি অতঃপর বুঝতে পারছি
ভালোবাসা খুব সহজ বিষয়
সবচেয়ে বেশি তাকে ভালো রাখা
বড় দেরি করে বুঝেছি আমার
ভালবাসা নিয়ে চিরত সংজ্ঞা।
ভালোবাসা আসে স্বর্গীয় হয়ে
সবার জীবনে এইটা আসে না
কেউ দেখে দেখে মানুষের প্রেম
ভালোবাসা নিয়ে টানাটানি করে
সেই ভালোবাসা চিরদিন নয়
ভালোবাসা যেন বাস্তবে যার
দিয়েছে আপনি ধরা দরজায়
ভালোবাসা নিয়ে বেশি কিছু আমি
বলতে পারব না কারণ আমি
তার কাছে দায়ী কারো চোখেরই
হয়েছি অশ্রু
তার সুন্দর সহজ সরল মনটা ভালোবাসা থেকে
অনেক হয়েছে যেই বঞ্চিত।
ভালোবাসা মানে অর্থহীনের মানুষটা আমি
ভালোবাসা টাকে কাঁদাতে কাঁদাতে
একাকি সময়ে চোখ হয়ে গেছে
স্রোতের নদী
তারপর সেই নদীর জলটা শুকিয়ে রুক্ষ
চৈত্রের মত শুকিয়ে গিয়েছে দুচোখ।
বড় অপরাধী মনেহয় আমি ভালোবাসা নিয়ে
আমি এতটাই অসহায় হয়ে পড়েছি
মধ্যে রাতের এক আহাজারি কান্নার নদী
আমার চোখের উপর দিয়েও বয়ে বয়ে যায।