ভালো থেকো
তুমি ভালো থেকো সূচিতা
আমার হয়ে নয়তো আমায় ছেড়ে
তুমি ভালো থেকো
ফুল পাখি নিয়ে নয়তো ছেড়ে দিয়ে
যেখানে থাক ভালো থেকো
সকালের নরম রোদের মতো
বসন্তের দুপুরের কোকিলের মতো
কৃষ্ণচূড়ার ডালে বৃষ্টি ফোটা হয়ে
পুব আকাশের রংধনুর সাথে
ভালো থেকো সূচিতা ভালো থেকো।
গোধুলির আলোয় সমুদ্রের ঢেউ হয়ে
আমায় ছেড়ে স্মৃতি ভুলে
দু কাপ চায়ের চুমুকে অন্য মুখের হাসি হয়ে
গভীর রাতের আবদারে ভালো থেকো।
কারণে অকারণে দুঃখ গুলো সাথে নিয়ে
তুমি হ্যাঁ তোমার জন্যই প্রার্থনা
সূচিতা
তুমি ভালো থেকো ভালো।
Subscribe
Login
0 Comments
Oldest