মডেলিং পর্দা
বোরকা পরেছো বডি ফিটিং ভ্যানিটি ব্যাগ হাতে মুখটি তোমার রেখেছো খুলে লাভ কি হলো তাতে? ঠোঁটে দিয়েছে লিপস্টিক ময়দা মেখেছো গালে, চোখে দিয়েছো কাজল আবার টিপ পরেছ কপালে। উঁচু জুতা পায়ে দিয়ে শপিংয়ে দিয়েছো রওনা, হেঁটে যাচ্ছ তেড়ে নেড়ে বানরের চেয়ে কম না। দৃষ্টি কাড়ছো শত যুবকের নষ্ট করছো ঈমান, শয়তান হাসছে দূরে থেকে যাচ্ছে তোমার সম্মান। কেউ বলছে জানপাখি তোমায় কে বলছে ময়না, কেউ আবার মারছে শীষ কেউ বলছে,ঊফ আর সয়না। কেউ আবার নিচ্ছে পিছু ফায়দা লুটার চেষ্টা, সুযোগ পেলেই যাবে মান তুমি হবে নষ্টা। গাঁয়ে পড়বে পাপের আঁচড় বলবে না কেউ ভালো বুঝবা সেদিন ফিটিং পইরা লাভ টা কি যে হলো। দেখবে না কেউ ভালো চোখে বলবে সবাই পাপী, সারা জীবন পস্তাবে,এই ভুলের বোঝা মাপি তাতে লাভ হবে কি তোমার ভেবেছো কি তুমি একবার যেদিকেই যাবে সেদিকেই সমাজ দেবে তোমায় ধিক্কার। সেদিন অশ্রুসিক্ত নয়ন তোমার করবে শুধু চিৎকার। এটি তোমার কর্মফল শুধু একটি ভুলের কারণ, পর্দা করা প্রভুর হুকুম সেটি করেছ তুমি লংঘন। বোন রাগ করোনা তুমি ধরি তোমার পায়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সঠিক পর্দা জড়াও গায়ে। মেনে চলো খোদার হুকুম পড়ো হাদিস কোরআন দুনিয়াতে কষ্ট হলেও আখেরাতে পাবে সুখ চিরো অম্লান,,,,,,,