মধ্যদিবার বৃষ্টি
মধ্যদিবার বৃষ্টি
-ভাস্কর পাল
এ কোন ধারা নামলো’রে আজ, শ্রাবণ আসার আগেই
আসার কথা ছিল আষাঢ়ে, এলো বৈশাখ শেষের আগে
মাতলো মেঘের পুঞ্জরা সব আকাশ ছাইলো অন্ধরাতে
পাখিরা সব ফিরলো বাসায়, দিন শেষের আগেই।
তেজি হাওয়া সাড়া ফেলে, জলের শব্দে মাতায় দিলে
গুড় গুড় গুড় আকাশ ডাকে, কাঁদুনি ধ্বনি যায় শোনা যে
ঝিরিঝিরি থেকে বৃষ্টি নামে ঝুর ঝুর ঝুর শব্দ করে,,
জানালাখানি খুব শীঘ্রই এক ঝাপটায় ভিজায় দিলে।।
মাঝে মাঝে চমক এনে বুকের ভেতর কাঁপিয়ে তোলে
লম্বা লম্বা গাছ গুলো সব দ্বন্দ্ব চালায় হাওয়ার সাথে,
ভেসে চলেছে মেঘের সারি, আকাশটাকে শুভ্র করে
বৃষ্টি শেষে নবীন রবি আকাশটাকে মাতিয়ে তোলে।।
Subscribe
Login
0 Comments
Oldest