সাদা মেঘ
সাদা মেঘ
-ভাস্কর পাল
নীল আকাশে পুঞ্জ পুঞ্জ
সাদা মেঘের কত কুঞ্জ
অচেনা ঠিকানায় যায় ভেসে
দূর হতে বহু দূরে।
রোদ ঝলমল নীল আকাশে
সাদা মেঘের গুচ্ছ-
আকাশটাকে সাজিয়ে তোলে
করে অপরূপ সজ্জিত।
সাদা মেঘের পুঞ্জ গুলো
নানান আঁকার নেয়-
কত কিছু প্রকাশ করে
নীল আকাশের গায়।
শরতের নীল আকাশে
সাদা মেঘের শিমুল পুঞ্জে
ভাসিয়ে তোলে আকাশটাকে
সাজিয়ে তোলে স্নিগ্ধতা দিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest