মনবদলের আবহাওয়া
চায়ের কাপে উষ্ণ চুমুক,রোদ্দুর তুই ওঠ,
বাদলের সাথে বৃষ্টির সন্ধি,করেছে বোধ হয় জোট,
জানলা পারে পাখির প্রলাপ,কথার ভাঁজে কথা,
কবিতা হয়ে প্রকাশ পায়,অকথ্য নিরবতা,
ভালো থাকার ইচ্ছা,আর ভালো থাকার মরশুম,
ঘুম থেকে উঠলে ও,আলসেমি চায়,আরেক ঘুম,
আবেগী ইচ্ছে খোঁজে শান্তি মনে কিছুক্ষন,
মন কেমনে র আকাশ জুড়ে মেঘের কেবল আস্ফালন।
মনের অবাধ্য বারান্দায় নিন্দা,হিংসা,সমালোচনা হোক কবর বন্দী,
হারিয়ে যাওয়া সময় স্রোতে, আঁচড় কাটে ভালো থাকার ফন্দি।।
Subscribe
Login
1 Comment
Oldest