মনের ভালোবাসা
দেখেছি তাঁরে–
আমার মনের মানুষ কোথা থাকে!
জেনেছি ভালোবাসা বিরহের আশা
আর জেনেছি অন্ধকারের রাশি
যেথা রাতের নিস্তব্ধতায় হৃদয় শুকায়
প্রেমের নক্ষত্রে স্নান করে।
হয়তো বুকের ভালোবাসা
ছুঁয়েছে মনকে ছুঁয়েছে তাঁরে;
দিয়েছি উপমার শহর নগর
বন্দরের উঁচু চিলেকোঠা
সবই লিখেছি তাঁরই নামে।
আমি প্রেমকে জাগিয়ে তুলেছি বিরহে
নিত্য বিরোধের নতুন নতুন কারাগারে,
পথের মোড়ে তাঁরে দেখে থেমেছি
যেমন করিয়া থামিয়া যায় সমুদ্রের ঢেউ
ঠিক তেমনি করিয়া থামিয়া গেছি আমি।
Subscribe
Login
0 Comments
Oldest